• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯

অপরাধ

দেড় বছর ধরে বাড়ির রাস্তা বন্ধ, বৃদ্ধা হালিমা অবরুদ্ধ প্রশাসনের হস্তক্ষেপ কামনা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২১ আগস্ট ২০২৩

বগুড়ার কাহালুতে সত্তর বছরের এক অসহায় বৃদ্ধার বাড়িতে প্রবেশের পথ প্রতিপক্ষ দেড় বছর ধরে বন্ধ করে রাখায় ঐ বৃদ্ধা এক মেয়ে ও স্বামীকে নিয়ে অবরুদ্ধ হয়ে অসহায় জীবন যাপন করছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যানের নিকট ও থানায় অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি বৃদ্ধা হালিমার পরিবার।
কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের আড়োলা দক্ষিণ পাড়ায় এই অমানবিক ঘটনার শিকার হয়েছেন মোঃ বুলু ফকিরের স্ত্রী বৃদ্ধা হালিমা বেগম। হালিমা বেগম তার বাবার নিকট থেকে এক খন্ড জমি যার পরিমান পৌনে ৩ শতক পৈত্রিক সূত্রে পেয়ে সেখানে ঘর নির্মাণ করে দীর্ঘ দিন ধরে বসবাস করে বন্ধ করে দেয়া রাস্তা দিয়ে যাতায়াত করে আসছিলো। একই গ্রামের হালিমার প্রতিবেশি মৃত লাল মিয়ার ছেলে আদম ব্যবসায়ী মোঃ আনিছার রহমান দেড় বছরের বেশি সময় ধরে হালিমার বাড়িতে প্রবেশের রাস্তায় ইটের প্রাচীর দিয়ে বন্ধ করে দেন। বাড়িতে প্রবেশের রাস্তা বন্ধ হওয়ায় বৃদ্ধা হালিমাসহ তার পরিবার অবরুদ্ধ হয়ে পড়েন। হালিমা বেগম দিশাহারা হয়ে বিষয়টির সমাধান চেয়ে স্থানীয় পাইকড় ইউপি চেয়ারম্যান মোঃ মিটু চৌধুরীর শরণাপন্ন হন। ঐ চেয়ারম্যান বিষয়টি বারবার সমাধানের চেষ্টা করলেও আজোও এর কোন সমাধান হয়নি। তাই বিষয়টির একটি শান্তি পূর্ণ সুরাহা করতে ভুক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

বিষয়টি নিয়ে স্থানীয়দের সাথে কথা বলা হলে তারা জানান, হালিমা বেগম গরিব অসহায় হওয়ায় জোরপূর্বক তার রাস্তা বন্ধ করা হয়েছে।

এদিকে হালিমা বেগম গেলো এপ্রিল মাসে বন্ধ রাস্তাটি খুলে দেয়ার জন্য আনিছারকে বললে সে বিভিন্ন অশ্লীল ভাষায় বৃদ্ধা হালিমাকে গালিগালাজ করে। এ বিষয়ে হালিমা বেগম কাহালু থানায় একটি অভিযোগও দাখিল করেন।

এ ব্যপারে মোঃ আনিছার রহমান এর সাথে কথা বলা হলে তিনি জানান আমি কারো রাস্তা বন্ধ করিনি। আমার জায়গায় প্রাচীর দিয়েছি। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads